অনুসন্ধান    

Logo

 

Shishu Polli Plus এর প্রকল্প সমূহ

সুবিধা বঞ্চিত মা এবং শিশুদের পুনর্বাসনে সহযোগীতা করা

শিশু পল্লী প্লাস একটি সেবা মূলক সাহায্য সংস্থা। ১৯৮৯ সাল থেকে সংস্থাটি বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মা এবং শিশুদের উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটি মা ও শিশুদের সর্বোচ্চ ৩-৫ বছর সেবা প্রদানের পাশা পাশি বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে একজন দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে এবং সমাজে পুনর্বাসিত হতে সহায়তা করে থাকে।

প্রেক্ষাপট

যে সকল সুবিধা বঞ্চিত  শিশু এবং তাদরে মা যারা প্রতিনিয়ত দারিদ্র, নির্যাতন ও অন্যান্য সামাজিক প্রতিবন্ধকতার সাথে সংগ্রাম করে নিজেদের পরিচালনা করার চেষ্টা করছে, সেই সকল প্রতিবন্ধকতা দূর করে সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিশু পল্লী প্লাস তাদের দীর্ঘ মেয়াদী পুনর্বাসনের স্বপ্ন দেখে।

শিশু পল্লী প্লাসের মিশন

শিশু পল্লী প্লাস নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সুবিধা বঞ্চিত মা এবং শিশুর জীবন মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টায় বদ্ধপরিকর।

সুবিধাদি

সংস্থাটি সুবিধাভোগী মা ও শিশুদের অবস্থানকালে নিন্মলিখিত সুবিধাদি প্রদান করে থাকে:

  • পুষ্টিকর খাবারের সুব্যবস্থা (দৈনিক ৫বার - দুইবার টিফিন সহ)।
  • স্বাস্থ্যসম্মত বাসস্থান ও পরিবেশ।
  • অভিজ্ঞ বিশেষজ্ঞমন্ডলী (Occupational Therapist, Psychogist, Physiotherapist, Paramedics) দ্বারা প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।
  • শিক্ষার সুব্যবস্থা (Formal & Non formal)।
  • মানসিক বিকাশে প্রয়োজনীয় বিনোদন ও খেলাধুলার সুব্যবস্থা।
  • কারিগরি/বৃত্তিমূলক ও সচেতনতা মূলক প্রশিক্ষণের ব্যবস্থা।
  • মাসিক ভাতাসহ অন্যান্য সুবিধা।

"দক্ষতা বিবেচনা করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ও পুনর্বাসনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হয়"।

ভর্তির সাধারন নীতিমালা (মা ও তার সন্তানের ক্ষেত্রে):

  • বিধবা
  • তালাক প্রাপ্তা ( তালাক নামা প্রযোজ্য)
  • স্বামী পরিত্যক্তা বা স্বামী নিরুদ্দেশ (কম পক্ষে ১ বছর)
  • স্বামী গুরুতর পতিবন্ধি
  • হতদরিদ্র এ সামাজিক ভাবে ঝুকি পূর্ণ মা ও শিশু
  • অবিবাহিত বা নির্যাতনের ফলে অনাকাঙ্খিত সন্তানরে মা।

ভর্তির ক্ষেত্রে সন্তানের বয়স সীমা ০-১১ বছর। মেয়ে শিশুর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। সন্তনের সংখ্যার ক্ষেত্রে কোন বিধি নিষেধ নেই।

আরো জনার জন্য যোগাযোগ করুন:

মোবাইল: ০১৭৭৭৭৮৬৫৮৩/০১৭৭৭৭৮৬৫৮৪

ইমেইল: kabir@sppbd.org, link2kabir82@gmail.com

ওয়েব: www.sreepurvillage.org

চলমান প্রকল্প সমূহ

সমাপ্ত প্রকল্প সমূহ

আসন্ন প্রকল্প সমূহ


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ