অনুসন্ধান    

Logo

 

Chhinnamukul Bangladesh এর প্রকল্প সমূহ

মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)

বাংলাদেশ বিশ্বের ঘনবসতিপূর্ন উন্নয়নশীল দেশগুলোর একটি। এখানে দারিদ্র ও নিরক্ষরতা একই সুত্রে গাথা । নিরক্ষরতা জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে পৃথিবীর বুকে উন্নত জাতি হিসাবে মাথা উচু করে দাড়াতে হলে দেশের প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করতে হবে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে দেশের সকল নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্যই উপানৃুষ্ঠানিক শিক্ষা প্রয়োজন।  এরই ধারাবাহিকতায় প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্থবায়িত মৌলিক সাক্ষরতা প্রকল্পটি ছিন্নমুকুল বাংলাদেশ বাস্থবায়নকারী সংস্থা হিসাবে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারি উপজেলায় কাজ করে যাচ্ছে। ছিন্নমুকুল বাংলাদেশ  মৌলিক সাক্ষরতা প্রকল্প (64 জেলা) সফল ভাবে বাস্থবায়ন করার জন্য বদ্ধ পরিকর। 

চলমান প্রকল্প সমূহ

সমাপ্ত প্রকল্প সমূহ

আসন্ন প্রকল্প সমূহ


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ