অনুসন্ধান    

Logo

 

ফ্রেন্ডশিপ এর তথ্য সমূহ

ভোকেশনাল টেইলারিং ট্রেনিং

ফ্রেন্ডশীপ ভোকেশনাল টেইলারিং ট্রেনিং

ফ্রেন্ডশীপ ভোকেশনাল টেইলারিং ট্রেনিং এর মাধ্যমে চরের সুবিধাবচ্ঞিত নারীদের প্রশিক্ষন প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১০ ই ডিসেম্বর ২০১৫ ইং তারিখে সরদারপাড়া টেইলারিং ট্রেনিং এর ১০তম ব্যাচের শুভ উদ্বোবদন করা হয়েছে। এ পর্যন্ত ১৪ টি ব্যাচের ট্রেনিং সমাপ্ত করা হয়েছে যার মাধ্যমে ২৮০ জন নারী প্রশিক্ষন পেয়েছে। যাদের মধ্যে ২০৭ জন নারীকে বিভিন্ন মার্কেটের কাজের সাথে সম্পৃক্ত করে দেয়া হয়েছে, ১৭ জন নারী  নিজস্বভাবে ক্লথ ষ্টোর দিয়ে টেইলরিং ব্যবসা শুরু করেছে,  ২২ জন নারী বিভিন্ন গার্মেন্টস সেক্টরের কাজের সাথে অন্তর্ভুক্ত হয়েছে এবং অবশিষ্ট নারী নিজ সংসারের কাজে তাদেরকে নিয়োজিত করেছে।

উল্লেখ্য যে, প্রশিক্ষিত নারীদেরকে ফ্রেন্ডশীপ এর পক্ষ হতে শেলাই মেশিন প্রদান করা হয়েছে।

 

< first 123456789 last >


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ