অনুসন্ধান    

Logo

 

RDRS Bangladesh এর তথ্য সমূহ

ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রি ডেসমন্ড এ্যাংগাস সোয়াইন কর্তৃক আরডিআরএস এর কর্মএলাকা পরিদর্শন

গত ২৪ আগস্ট ২০১৫ তারিখে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রি ডেমন্ড এ্যাংগাস সোয়াইন চিলমারী উপজেলার অষ্টমীর চরে বাস্তবায়িত আরডিআরএস বাংলাদেশ এর চর জীবিকায়ন কর্মসূচির কর্ম এলাকা পরিদর্শন করেন।মন্ত্রি সকাল ১১ টায় সি প্লেন যোগে ব্রহ্ম্ পুত্র নদী সংলগ্ন অষ্টমীর চরে অবতরন করেন। পরিদর্শন কালে তিনি চর মুদাফাত ও মুদাফাত কালিকাপুর গ্রামের আরডিআরএস সিএলপি কর্তৃক পরিচালিত চর ব্যবসাকেন্দ্র ও দুগ্ধ সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি সুবিধাভোগীদের বাড়িতে যান এবং তাদের সাথে কথা বলেন। এরপর তিনি আরডিআরএস বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে পরিচালিত রেডিও চিলমারী পরিদর্শন শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন। তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ডিএফআইডি'র কান্ট্রি ডিরেক্টর মিস সারা কুক, সিএলপি'র টিম লিডার, অপারেশন ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর, আরডিআরএস বাংলাদেশ এর হেড অব প্রোগ্রাম কোঅর্ডিনেশন মজ্ঞ্জুশী সাহা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর শরীফুল ইসলাম খান, প্রোগাম ম্যানেজার (সিএলপি) ফারজান আহমেদ আন্তর্জাতিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ