অনুসন্ধান    

Logo

 

SHUSHILAN এর প্রকল্প সমূহ

সচেতনতা বৃদ্ধি ও উপকারভোগি নির্বাচন কর্মসূচী (NARI) প্রকল্প

১. ১৮-২৪ বছর বয়সের দরিদ্র পরিবারের সদস্যদের (সরকারীভাবে) ইপিজেটে গার্মেন্টেন্স এ প্রশিক্ষণ প্রদান করা হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী  পাশ করেছে। ৩ মাস হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে এবং চাকুরীর জন্য আরো ৩ মাস স্বল্প খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থ্যা করবে সরকার।  সমন্বয় করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়,  প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (বেপজা)। সচেতনতা বৃদ্ধি ও উপকারভোগি নির্বাচনে সুশীলন। আর্থিক সহযোগীতায় বিশ্বব্যাংক। কুড়িগ্রামে ৭২টি ইউনিয়নের মধ্যে কাজ করা হবে ৬৬ টি ইউনিয়নে।

২. আইইসি ক্যাম্পেইনের মাধ্যমে পশিক্ষণার্থী সিলেকশন করে বাংলাদেশ সরকারের উদ্যোগে আর বেপজার তত্ত্বাবধানে গার্মেন্টস শিল্পে কর্মসংস্থানের লক্ষ্যে নিয়ে যাওয়া, থাকা-খাওয়ার সুবিধাসহ ঢাকা, চট্টগ্রাম ও ইশ্বরদী ইপিজেডে নারীদের জন্য ৩ মাসের প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হবে।

যে সকল সুযোগ সুবিধা পাবেন :-

 ♥  অত্যাধুনিক হোস্টেলে ৩ মাসব্যাপী নারীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার সুবিধা।

 ♥  ৩ মাস ব্যাপী উন্নতমানের প্রশিক্ষণ।

 ♥  প্রশিক্ষণ চলাকালীন সময়ে মাসিক ভাতা।

 ♥  ৩ মাসের মধ্যে ১ মাস শিক্ষানবীশ কর্মী হিসেবে তৈরী পোষাক শিল্পে হাতে কলমে প্রশিক্ষণ।

 ♥  প্রশিক্ষণ শেষে চাকুরীর প্রথম ৩ মাস স্বল্প খরচে হোস্টেলে থাকার সুযোগ।

চলমান প্রকল্প সমূহ

সমাপ্ত প্রকল্প সমূহ

আসন্ন প্রকল্প সমূহ


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ