অনুসন্ধান    

Logo

 

আশা এর সেবা সমূহ

ফরেন রেমিটেন্স সেবা

বিদেশে অবস্থানকারীদের প্রেরিত টাকা খুব সহজে দ্রুত সময়ে ন্যাশনাল ব্যাংক লিঃ ও ওয়ের্স্টান ইউনিয়ন এর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের হাতে তুলে দেয়া হয়। আশা-কুড়িগ্রাম জেলায় ১৪ টি ব্রাঞ্চের মাধ্যমে এ সেবা দেয়া হচ্ছে। এই ১৪ টি ব্রাঞ্চ হলো : কুড়িগ্রাম সদর-১, রাজারহাট-১, নাজিমখান উলিপুর-১, থেতরাই, চিলমারি, নাগেশ্বরী-১, রায়গঞ্জ, ভুরুঙ্গামারী-১, খড়িবাড়ী, ফুলবাড়ী-১, রৌমারী-১, রাজীবপুর এবং কর্তিমারি ব্রাঞ্চ। ২০১৫ সালের মধ্যে জেলার সকল ব্রাঞ্চেই রেমিটেন্স সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে।

সদস্য চিকিৎসা সহায়তা

আশা আয় থেকে যাবতীয় ব্যয় নিবার্হের পর উদ্বৃত্ত আয় দ্বারা সদস্য কল্যান তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে আশার উপকারভোগী সদস্যদের মাঝে সুনির্দিষ্ট কয়েকটি ছোট-বড় জটিল অপারেশন ও চিকিৎসার ক্ষেত্রে যেমন- সিজারিয়ান ডেলিভারি, ক্যান্সার (ব্রেষ্ট, ব্লাড, ফুসফুস, পাকস্থলি, গলা), ইউটেরাস অপারেশন, চোখের ছানি অপারেশন, এসিড সহায়তা, ব্রেইন টিউমার/রক্তক্ষরন, স্টোন অপসারন, কিডনি ড্যামেজ/ট্রান্সপ্ল্যান্ট, হার্ট অপারেশন (ভাল্ব পরিবর্তন, রিপেয়ার, বাইপাস) মেরুদন্ড অপারেশন, অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে হাটুর প্যাডেলা পরিবর্তনসহ অন্যান্য অপারেশন। সংস্থায় সদস্য পদের বয়স নূন্যতম ২ বছর থেকে তদুর্ধ্বদের আনুপাতিকহারে অনুদান দেয়া হয়ে থাকে।

প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন

প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া রোধ এবং দরিদ্র ও পরিবারের ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা করার লক্ষ্যে আশার নিজস্ব অর্থায়নে “আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন” কর্মসূচী পরিচালিত হচ্ছে। প্রতিদিন দুইঘন্টার সেশনে শিক্ষার্থীদের ক্লাসের পড়া তৈরী ও হোমওয়ার্ক সম্পন্ন করতে সহায়তা দেয়া হয়। সারা বাংলাদেশে ৫৮টি জেলায় ১৯০০ কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫০ হাজার জন শিক্ষার্থী এ কর্মসূচীর সুফল ভোগ করছে। আশা-কুড়িগ্রাম জেলায় ৫টি ব্রাঞ্চে ৭৫টি শিক্ষা কেন্দ্রে প্রায় ২২৫০ জন শিশু, ১ম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীকে শিক্ষা সেবিকা দ্বারা পাঠদান পরিচালিত হচ্ছে এবং ১জন শিক্ষা সুপারভাইজার সেবিকাদের সাবির্ক সহায়তাসহ কাযর্ক্রম তদারকি করেন। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী-১ ও পাঁচগাছি ব্রাঞ্চে, উলিপুর উপজেলার বজরা ব্রাঞ্চে, ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী ব্রাঞ্চে এবং ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ব্রাঞ্চে শিক্ষা কাযর্ক্রম চলছে। ২০১৫ সালে আরও ০২টি ব্রাঞ্চে কার্যক্রম চালু করার অনুমোদন হয়েছে এবং ০৪টি ব্রাঞ্চ অনুমোদন প্রক্রিয়ায় আছে।

স্বাস্থ্য সচেতনতা সেবা

দরিদ্র সুবিধা বঞ্চিত সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য প্রদানের লক্ষ্যে আশা স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে। যা জুন'২০১২ হতে বাস্তবায়ন হচ্ছে। আর্থ সামাজিক উন্নয়নের জন্য রোগহীন সু-স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অপরিহার্য। সমাজের পিছিয়ে পড়া ও অসচেতন মহিলা-পুরুষদেরকে তাদের সু-স্বাস্থ্য সমন্ধে জানানো ও স্বাস্থ্য সেবা গ্রহণ করার জন্য সচেতন করা। প্রতি মাসের প্রথম সপ্তাহে সচেতনতামূলক একটি ইস্যু নিয়ে সকল দলে আলোচনা করা হয়। দেশব্যাপী আশার সকল দলে সংস্থার লোন অফিসার দ্বারা এই কাযর্ক্রম চালানো হচ্ছে।
স্বাস্থ্য সচেতনতা আলোচ্যসূচী-
০১) ব্যাক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা ও তার প্রয়োজনীয়তা।
০২) নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষন প্রতিরোধ।
০৩) হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ।
০৪) স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও তার পরে সাবান দিয়ে হাত ধোয়া।
০৫) বাড়ীর আশপাশ পরিস্কার রাখা ও তার প্রয়োজনীয়তা।
০৬) মশা-মাছিবাহিত রোগ ও তার প্রতিরোধ।
০৭) সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার।
০৮) ডাইরিয়া ও পানিবাহিত রোগ এবং তার প্রতিরোধের উপায়।
০৯) কৃমি ও তার প্রতিকার।
১০) নবজাতক ও শিশূর যত্ন।
১১) শিশু খাদ্য, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ।
১২) রক্ত স্বল্পতা ও এর প্রতিরোধের উপায়।

 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ