গণ উন্নয়ন কেন্দ্র এর সেবা সমূহ
চলমান উল্লেখযোগ্য কার্যক্রম

üতৃণমূল ও স্থানীয় পর্যায়ে দরিদ্র নারী-পুরুষদের সংগঠিত করা;
üপ্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও ক্যাম্পেইন আয়োজন;
üনারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সহায়তা;
üপ্রাক-প্রাথমিক, উপানুষ্ঠানিক, কমিউনিটি, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠার মানসম্মত শিক্ষার বিকাশ করা;
üদরিদ্র শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়ে ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতা করা;
üপ্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্তকরণ ও জীবনমানের উন্নয়ন;
üস্থানীয় ও জাতীয় পর্যায়ে এডভোকেসী ও লবিং করা;
üআয়বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সম্পদ হস্তান্তর;
üক্ষুদ্র ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান;
üজেন্ডার বৈষম্য নিরসন ও মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষতা বাড়ানো;
üআইনগত সহযোগিতা প্রদান করা;
üপ্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য নারী ও পুরুষদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি করা;
üজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সামর্থ্য বৃদ্ধি করা;
üজরুরী ত্রাণ ও পুনর্বাসন সহযোগিতা প্রদান করা;
üপ্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পানি ও স্যনিটেশন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি;
üস্বাস্থ্যসেবা প্রাপ্তিতে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণে সহযোগিতা করা;
üমা ও শিশুস্বাস্থ্যর উন্নয়নে বিভিন্ন ধরণের সেবা প্রদান;
üতথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করা;
üস্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করা;
üস্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্থানীয় প্রতিষ্ঠানসমূহে নারীদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করা।