অনুসন্ধান    

Logo

 

Quasem Foundation এর সেবা সমূহ

আলেকজান মেটারনিটি এবং চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার এর সেবা কার্যক্রম :

আলেকজান মেটারনিটি এন্ড চাইল্ড ওয়েল ফেয়ার সেন্টার  এর সেবা কার্যক্রম:

  • গর্ভবতী মায়েদের পরিচর্যা
  • নিরাপদ প্রসব
  • প্রসবোত্তর প্রসুতি মায়েদের পরিচর্যা
  • সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে প্রসব করন
  • শিশু ও মায়েদের জন্য টিকাদান কর্মসূচী
  • আল্টা-সনোগ্রাম যন্ত্রের সাহায্যে গর্ভবতী মা ও অন্যান্য রোগীদের পরীক্ষা করণ ।

কাসেম ফাউন্ডেশণ এর সেবা কার্যক্রম :

কাসেম ফাউন্ডেশন  উলিপুর , মরিয়ম চক্ষু হাসপতাল , আলেকজান মেটারনিটি এন্ড চাইল্ড  ওয়েলফেয়ার সেন্টার এবং আলেকজান ডায়াগোনেষ্টিক সেন্টার এর মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে । মরিয়ম চক্ষু হাসপাতালের সেবা কার্যক্রম ৩ ভাবে পরিচালিত হয়ে থাকে : (০১) বেজ হাসপতাল , (০২) বহির্বিভাগ শাথা  এবং (০৩) পিি, এস, পি ( রোগী বাছাই কর্মসূচী )

(০১) বেজ হাসপাতাল :

  • সাধারণ চক্ষু রোগীর চিকিৎসা
  • ছানি রোগীর অপারেশন
  • মাইনর সার্জারী
  • চশমা পরীক্ষা

(০২) বহির্বিভাগ শাথা :

  • সাধারণ চক্ষু রোগীর চিকিৎসা
  • ছানিরোগী বাছাই এবং অপারেশন এর জন্য বেজ হাসপাতালে প্রেরণ
  • ছানি রোগী  এবং অপারেশনকৃত রোগীর ফলোআপ সেবা ।
  • পরামর্শ সেবা ( কাউন্সেলিং সবা )

(০৩) পিিএস,পি ( রোগী বাছাই কর্মসূচী )

  • সাধারণ চক্ষু রোগীর চিকিৎসা
  • ছানি রোগী বাছাই এবং অপারেশন এর জন্য বেজ হাসপাতালে প্রেনণ
  • ছানি রোগী এবং অপারেশন কৃত রোগীর ফলোআপ সেবা ।
  • চশমা পরীক্ষা
  • পরামর্শ সেবা  ( কাউন্সেলিং সেবা)

 


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ