অনুসন্ধান    

Logo

 

জীবিকা এর সেবা সমূহ

রুরাল ওয়াস

নিরাপদ পানি ঃ

নিরাপদ পানির উৎস সম্পর্কে ধারণা প্রদান।

নিরাপদ পানির উৎস হিসাবে নলকূপের রক্ষনাবেক্ষন সম্পর্কে ধারনা প্রদান।

পানির উৎস থেকে খাওয়া পর্যন্ত পানি নিরাপদ রাখার কৌশল সম্পর্কে ধারনা প্রদান।

যে সমস্ত নলকূপের গোড়া কাঁচা, জনগনকে উদ্বুদ্ধ করনের মাধ্যমে তা পাকা করা।

স্কুল/মাদ্রাসা/হাট/বাজার এর নলকূপের গোড়া পাকা করার জন্য উদ্বুদ্ধ করা।

জারীগান ও নাটকের মাধ্যমে মানুষকে নিরাপদ পানি বিষয়ে সতর্ক করে তোলা।

অংশীদারিত্বের ভিত্তিতে অতি দরিদ্র জনগনের নলকূপের প্লাটফরম তৈরী করন। (অংশীদারী অর্থঃ প্রতি প্লাটফর্মের বরাদ্দকৃত অর্থের ৭% হিসাবে অতি দরিদ্র ও দরিদ্র পরিবার প্রদান করবে)।

অংশীদারীত্বের ভিত্তিতে স্বল্প সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান/হাট-বাজারে নলকূপের প্লাটফরম তৈলী করন (অংশীদারী অর্থ ঃ প্রতি প্লাটফর্মের বরাদ্দকৃত অর্থের ৭%)।

যে সমস্ত নলকূপের প্লাটফর্ম নিমার্ণ করা হবে সে গুলোর শতভাগ নলকূপের আর্সেনিক পরীক্ষা করণ।

 

স্বাস্থ্যাভ্যাস ও পরিস্কার পরিচ্ছন্নতা ঃ

উঠান বৈঠকের মাধ্যমে পাঁচটি গুরুত্বপুর্ন সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল সম্পর্কে ধারনা প্রদান এবং এই বিষয়ে তাদের সতর্ক করে তোলা।

বসতবাড়ির আশপাশ পরিস্কার রাখা এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট গর্তে রাখতে উদ্বুদ্ধ করা।

হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কমিটিকে প্রশিক্ষণ/সেশন প্রদান।

শিশু দল ও কিশোরী দলগঠনের মাধ্যমে তাদের ব্যাক্তিগত স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

দরিদ্র জনগোষ্ঠি কে তাদের জন্য প্রযোজ্য সেবার ধনর ও মান সম্পর্কে যানানো

জীবিকার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণ ও সচেতনতাকে কাজে রুপান্তরের মাধ্যমে দরিদ্র জনগণ বিশেষত নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। এই কর্মসূচি দরিদ্র এবং প্রান্তিক জনগনের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদেরকে প্রয়োজনীয় উপকরণ জোগায়। প্রান্তিক জনগোষ্ঠির মানবিক, সামাজিক এবং রাজনৈতিক পঁজি বৃদ্ধির ক্ষেত্রে সিইপি কার্যকর ভূমিকা পালন করে, যাতে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে তা আদায়ে তৎপর হয়, শোষনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং জনজীবনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে সমর্থ হয়। এসব লক্ষ্য অর্জনের জন্য গ্রামীন সংগঠন তৈরী, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, তথ্যে প্রবেশগম্যতার নিশ্চয়তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ- এই ক্ষেত্রেগুলোতে কর্মসূচি কাজ করছে।বাংলাদেশের 3 টি জেলার গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক ভাবেউদ্বুদ্ধকণের মাধ্যমে এই কর্মসূচির কার্যক্রম পরিচালিত হচ্ছে।


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ